বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামের এক নারীকে গ্রেপ্তার করেছে। সোমবার নদিয়া জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীর সঙ্গে মূল অভিযুক্ত শরিফুল ফকিরের যোগসূত্র রয়েছে। তার সাহায্যেই শরিফুল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে।
গত ১৬ জানুয়ারি গভীর রাতে মুম্বাইয়ে নিজের বাড়িতে সাইফ আলী খান হামলার শিকার হন। ছুরি নিয়ে হামলাকারী সাইফের পিঠে, ঘাড়ে ও হাতে আঘাত করে। তবে সাইফ সেই সময় সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।