প্রসিদ্ধ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বুধবার (১৫ জানুয়ারি) তনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে জানান, “সে আর নেই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের জন্য একা করে রেখে গেছে।”
শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী ছিলেন। এর আগে, প্রথম স্বামীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর ভালোবাসার সম্পর্ক গড়ে শাহাদাৎকে বিয়ে করেন তনি। যদিও শুরুতে পরিবার এই বিয়েতে আপত্তি জানিয়েছিল, পরবর্তীতে সব মিটমাট হয়ে যায়।
তবে দুজনের বয়সের পার্থক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তনিকে। প্রতিটি সমালোচনার জবাব দৃঢ়তার সঙ্গে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, তনি বর্তমানে ফ্যাশন হাউস “সানভিস বাই তনি”-এর প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে, যা তাকে দেশের অন্যতম সফল নারী উদ্যোক্তাদের একজন করে তুলেছে।