নাটকের পর্দা থেকে সিনেমার পর্দায় প্রবেশ করেছেন আফরান নিশো। ২০২৩ সালে ঢাকাই সিনেমায় তার অভিষেক ঘটে এবং প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’-এর মাধ্যমে তিনি প্রশংসিত হন। নাটক থেকে সিনেমায় পা রাখার পর, আর ফিরে যাননি ছোট পর্দায়। এবার, নতুন এক মাইলফলক হিসেবে, আফরান নিশো একটি ফুটওয়্যার ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। দুই বছরের চুক্তির আওতায়, তিনি ব্র্যান্ডটির প্রচারণায় অংশগ্রহণ করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমি এই পরিবারের একজন সদস্য। আশা করি আমাদের পথচলা আরও সফল হবে।’
এদিকে, আফরান নিশো তার দ্বিতীয় সিনেমা ‘দাগি’তে কাজ শুরু করেছেন। এতে তার সঙ্গে অভিনয় করছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। শিহাব শাহিন পরিচালিত এই সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি, সিনেমার শুটিং শুরু করে আফরান নিশো ভক্তদের মাঝে নতুন আশা ও উৎসাহ তৈরি করেছেন, যারা তার দীর্ঘ সময় পর্দায় অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।