দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল। তবুও তাকে নিয়ে আলোচনা কখনো থেমে থাকেনি। ভক্তদের পাশাপাশি তার ছেলে আরহাম ইকবাল খানও অপেক্ষায় ছিল বাবাকে আবারও দেশের জার্সিতে দেখার। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম। ছেলেকে উদ্দেশ্য করে জানালেন আবেগঘন একটি বার্তা।
ফেসবুকে অবসর ঘোষণার সময় তামিম লিখেছেন, ‘২০২৩ বিশ্বকাপের আগের ঘটনাগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি ক্রিকেটীয় কারণে বাদ পড়িনি, তবুও মাঠের বাইরে থাকতে হয়েছে। এর পরও ভক্তদের ভালোবাসা পেয়েছি। অনেক জায়গায় ভক্তরা আমাকে জাতীয় দলে দেখতে চেয়েছেন। এমনকি আমার ছেলে আরহামও মায়ের কাছে বারবার বলেছে, বাবাকে দেশের হয়ে খেলতে দেখতে চায়। কিন্তু তাকে বলতে হয়েছে, যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’
তামিম আরও বলেন, ‘দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। এই দূরত্ব আর ঘুচবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের আগে আমি চাই না আমার কারণে কোনো আলোচনা দলে মনোযোগের ব্যাঘাত ঘটাক। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বিসিবির তাকে ফেরানোর চেষ্টা নিয়ে তামিম বলেন, ‘শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচকরাও আমাকে দলের জন্য উপযুক্ত মনে করেছে। তাদের প্রতি আমি
কৃতজ্ঞ। তবে আমি নিজের মনের কথা শুনেছি। আমার মনে হয়েছে, এখন সরে দাঁড়ানোরই সময়।’
অবসর নিয়ে ভক্তদের হতাশ করলেও তামিমের এই সিদ্ধান্তে তার ছেলে একদিন গর্বিত হবে বলে আশা করেন বাংলাদেশের এই কিংবদন্তি ওপেনার।