ঢাকা ক্যাপিটালস দীর্ঘ পাঁচ ম্যাচ পর জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল। তবে, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট হাতে তারা চমৎকার সংগ্রহ দাঁড় করিয়েছে। লিটন দাস ও মুনিম শাহরিয়ারের অসাধারণ হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে ঢাকা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে, ঢাকা দ্রুত একটি উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে লিটন ও মুনিমের মিলে ১২৯ রানের বড় পার্টনারশিপ গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। লিটন ৪৩ বলের ৭৩ রানের ইনিংস এবং মুনিম ৪৭ বলের ৫২ রানের ইনিংস খেলেন। পরে সাব্বির রহমান ও থিসারা পেরেরার ঝোড়ো ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস ১৯৩ রানের পুঁজি গড়ে।
সিলেটের বোলার রাহকিম কর্নওয়াল ২৭ রান খরচ করে ৩টি উইকেট নেন, তবে ঢাকার বড় সংগ্রহকে রুখতে ব্যর্থ হন।