বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা এবং মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। একই আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথিও জব্দ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব বুধবার এই আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন জানান, এসব নথি পর্যালোচনা করার জন্য উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদিন আবেদনে সই করেন।
জিসান মির্জা ও তাহসিন রাইসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা যথাযথ আয়কর বিবরণী প্রদান না করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে এসব কর্মকাণ্ডে সহায়তা করেছেন বলে মামলাটি দায়ের করা হয়েছে।
এছাড়া, হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি প্রায় ১৭ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা চলছে এবং তার আয়কর নথি ও অন্যান্য রেকর্ড জব্দ করার জন্য আদালত আদেশ দিয়েছেন।
এই ঘটনাগুলোর মধ্যে বেনজীর আহমেদ এবং তার পরিবার নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষত তাদের বিদেশে অবস্থান নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে।