পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটের জন্য বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন ৮ জন, আর সিলভার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন আরও ২১ জন।
আগামী ১৩ জানুয়ারি লাহোর ফোর্টে অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। এতে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ বিদেশি ক্রিকেটারদের তালিকায় শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন এবং হাসান মাহমুদ।
সিলভার ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলামসহ আরও ১৪ জন।
এবারের পিএসএলে বাংলাদেশের ক্রিকেটারদের এই ব্যাপক উপস্থিতি দেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত। পাকিস্তানের ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে যে কোনো দলেই বাংলাদেশের খেলোয়াড়দের দেখা যাবে বলে আশা করা হচ্ছে।