নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সুইডিশ মিনি সিরিজ “দ্য ব্রেকথ্র”। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজটি ২০০৪ সালে সুইডেনের লিংকোপিংয়ে জোড়া খুনের রহস্য উন্মোচনের গল্প বলে। জিনগত গবেষণার মাধ্যমে এই রহস্যের সমাধান হয়। সিরিজটি পরিচালনা করেছেন লিসা সুউই, অভিনয় করেছেন জেসিকা লাইডবার্গ, পিটার এগারস, এবং বাহাডোর ফোলাডি। এটি এখন নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ।