কানাডার টরেন্টো শহরে নিখোঁজের এক মাস পর বাংলাদেশি শিক্ষার্থী নিধুয়া মুক্তাদির (১৯)-এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার পোর্ট ব্রুস সৈকতের কাছাকাছি ইরি লেকের তীরে মরদেহটি পাওয়া যায়, যা নিশ্চিত করেছেন নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির। গত ৩ ডিসেম্বর থেকে নিধুয়া নিখোঁজ ছিলেন।
নিধুয়া মুক্তাদির কানাডায় লেখক এবং উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে ছিলেন এবং স্কারবারোর ক্রিসেন্ট টাউনে তার মা-সহ বসবাস করতেন।
অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিধুয়া ফানশাওয়ে কলেজে নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩ ডিসেম্বরের দিকে লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন। তার মরদেহ পোর্ট ব্রুসের ইরি লেকের কাছ থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি, তবে মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, নিধুয়ার মরদেহ ওয়ানেটা বিচে একজন স্থানীয় নাগরিক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন, পরে ডুবুরি ও ড্রোনের সাহায্যে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির বলেন, “আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ, তবে আমাদের পরিবার এখন এক কঠিন সময় পার করছে।”
নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, “মেয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছিল ২৯ নভেম্বর। এখন মনে হয় যেন আমি একটি খারাপ স্বপ্ন দেখছি, তবে জেগে উঠলে সব ঠিক হয়ে যাবে।”