ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় আক্রমণত্রয়ী ছিল বার্সেলোনার ‘এমএসএন’— লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেজ। এই ত্রয়ী প্রতিপক্ষের জন্য ছিল ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। বর্তমানে মেসি ও সুয়ারেজ যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে একত্রে খেলছেন, তবে তাদের সঙ্গে নেই নেইমার। তবুও এই ব্রাজিলিয়ান তারকা সম্প্রতি তাদের সঙ্গে পুনরায় একসঙ্গে খেলার ইঙ্গিত দিয়েছেন।
গত বছর থেকেই শোনা যাচ্ছিল, নেইমার সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন। এই গুঞ্জনে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত এই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। সিএনএন স্পোর্টে এক সাক্ষাৎকারে নেইমারকে জিজ্ঞেস করা হয়, তিনি মেসি-সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে চান কিনা। জবাবে তিনি বলেন, “মেসি ও সুয়ারেজের সঙ্গে একসঙ্গে খেলা দারুণ অভিজ্ঞতা। তারা আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমাদের সেই ত্রয়ী আবার গড়ে তোলা সত্যিই উপভোগ্য হবে। তবে আমি এখন আল-হিলালে ভালো আছি। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলে দেবে। ফুটবল এমন এক খেলা যেখানে সবসময় চমক লুকিয়ে থাকে।”
নেইমার আরও ব্যাখ্যা দেন কেন তিনি পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দলবদলের সময় শেষ হয়ে যাওয়ায় তার সামনে সৌদি ক্লাবের প্রস্তাব ছিল সবচেয়ে উপযুক্ত। এই সিদ্ধান্ত শুধু তার জন্যই নয়, পরিবারের জন্যও ইতিবাচক ছিল বলে উল্লেখ করেন তিনি।
মেসি ও সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত, তবে নেইমারের আল-হিলালের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হবে ২০২৫ সালের জুনে। বয়সে মেসি ও সুয়ারেজের চেয়ে ছোট হলেও ইনজুরির কারণে নেইমারের ক্যারিয়ার বারবার ব্যাহত হয়েছে। বর্তমানে তিনি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন এবং সাম্প্রতিক একটি প্রীতি ম্যাচে গোলও করেছেন।
নেইমার কতদিন আল-হিলালে থাকবেন এবং তার ভবিষ্যৎ গন্তব্য কোথায় হবে, তা নিয়ে উত্তেজনা আর আলোচনা চলতেই থাকবে। ফুটবলপ্রেমীরা আশা করছেন, হয়তো একদিন ‘এমএসএন’ ত্রয়ী আবারও মাঠে ঝলমলে পারফরম্যান্স দেখাবে।