অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। তবে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার কারণে তার সেই যাওয়া হয়নি। তার বদলে হোবার্ট দলে নেয় আফগান স্পিনার ওয়াকার সালামখিলকে।
বিগ ব্যাশে খেলতে না পারার আক্ষেপ আছে কি না—এমন প্রশ্নে রিশাদ বলেন, ‘আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। যা হয়, তা রিজিকে থাকে। এখন বিপিএল খেলছি, এটাতেই মনোযোগ দিচ্ছি। ভবিষ্যতে সুযোগ হলে বিগ ব্যাশ খেলব ইনশাআল্লাহ।’
বিপিএলে শুরুর দিকে একাদশে না থাকা নিয়েও কোনো অভিযোগ নেই তার। রিশাদ বলেন, ‘টিম কম্বিনেশনের কারণেই বাইরে থাকতে হয়েছে। দলের প্রয়োজনটাই বড়। ক্যাপ্টেন-কোচ বিষয়টি আমাকে বুঝিয়ে বলেছেন।’
নিজের কাজ করে যাওয়াতেই বিশ্বাসী রিশাদ। তার মতে, দলের প্রয়োজন মেটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।