ভারতীয় ক্রিকেট দলের দুটি বড় নাম, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, যারা বহুদিন ধরে দেশের ক্রিকেটের শীর্ষে রয়েছেন, তাদের নিয়ে বিসিসিআইয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিং। তার মতে, ক্রিকেটারদের দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে ফর্ম এবং পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, আর সুপারস্টার তকমার বদলে যে খেলে ভাল, তাকেই সুযোগ দিতে হবে।
হরভজন সিং বলেন, ‘কোহলি ও রোহিতকে সুপারস্টার হিসেবে খেলানো বন্ধ করে, পারফর্মিং ক্রিকেটারদের এগিয়ে আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘যদি শুধুমাত্র খ্যাতির ভিত্তিতে দলে রাখা হয়, তাহলে কপিল দেব, অনিল কুম্বলে বা ভারতের অন্য বড় তারকাদেরও জায়গা দেওয়া উচিত।’
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ব্যর্থতার পর হরভজন ক্ষোভ প্রকাশ করে জানান, নির্বাচকদের উচিত ফর্ম অনুযায়ী ক্রিকেটার বাছাই করা, না যে ব্যক্তি সুপারস্টার, তাকে। তিনি উল্লেখ করেন, অভিমন্যু ঈশ্বরন এবং সরফরাজ খানের মতো তরুণদের সুযোগ না দেওয়া নিঃসন্দেহে ভুল ছিল। হরভজনের মতে, ক্রিকেট দলের বাছাইয়ের ক্ষেত্রেও এখন সময় এসেছে ‘সুপারস্টার’ মনোভাব থেকে বেরিয়ে আসার।