বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী বর্তমানে এক নতুন বিতর্কে জড়িয়েছেন। যুক্তরাজ্যে সম্পত্তি নিয়ে জালিয়াতির অভিযোগে তিনি তদন্তের সম্মুখীন। অভিযোগ রয়েছে, তিনি লন্ডনে কয়েকটি ফ্ল্যাট বিনামূল্যে গ্রহণ করেছেন, যা তাকে প্রদান করেছেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যক্তিরা।
টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং বর্তমানে লেবার পার্টির সদস্য হিসেবে সেখানে মন্ত্রী পদে দায়িত্ব পালন করছেন। তবে, সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি তদন্তে তার নামও উঠে এসেছে। এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর, তিনি মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন।
গত সোমবার (৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে খবর আসে, টিউলিপ সিদ্দিকের নির্ধারিত চীন সফর বাতিল করা হয়েছে এবং তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নীতি উপদেষ্টার কাছে নিজেকে পেশ করেছেন। তদন্তে টিউলিপের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো নিয়ে পর্যালোচনা শুরু হবে।
তদন্তকারী স্যার লরি ম্যাগনাস লন্ডনের দুটি ফ্ল্যাটের বিষয়ে খোঁজ নেবেন, যা টিউলিপ বিনামূল্যে গ্রহণ করেছেন বলে অভিযোগ। এসব ফ্ল্যাট তার খালা শেখ হাসিনার রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ী দ্বারা প্রদান করা হয়েছিল। এই অভিযোগের সঠিক ব্যাখ্যা দিতে না পারলে, টিউলিপের মন্ত্রিত্ব চলে যেতে পারে।
এদিকে, ব্রিটেনের টরি এমপিরা দাবি করেছেন, টিউলিপ সিদ্দিকী যদি এই অভিযোগের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা না দেন, তবে তাকে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত।