সিলেটের দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ২ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ের নায়ক অ্যালেক্স হেলস, যিনি দুর্দান্ত এক সেঞ্চুরি করে ১১৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে সাইফ হাসানের ৮০ রানের ইনিংস ও ১৮৬ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাচ সেরার পুরস্কার গ্রহণের সময় হেলস বলেন, “পিচটা ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। সাইফের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি। এত বড় রান তাড়া করতে পারা সত্যিই অসাধারণ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে খেলতে সবসময় ভালো লাগে। এখানকার দর্শক ও পরিবেশ অসাধারণ। মাঠে সবাই দারুণভাবে ক্রিকেট উপভোগ করে।”
রংপুরের এই দাপুটে জয় বিপিএলে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।