রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল ফরচুন বরিশাল। কিন্তু রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে ছন্দ হারায় তামিম ইকবালের দল। তবে আবারও রাজশাহীকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে নিজের আধিপত্য দেখিয়েছে বরিশাল। সিলেটে অনুষ্ঠিত ম্যাচে তামিমের ব্যাটে ভর করে সহজ জয় তুলে নেয় তারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৪ উইকেট হারিয়ে ১৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক বিজয়। জবাবে খেলতে নেমে বরিশাল ৩ উইকেট হারিয়ে মাত্র ১৭ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায়। তামিম ইকবাল ছিলেন পুরো ইনিংসের নায়ক, মাত্র ৪৮ বলে অপরাজিত ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জয় এনে দেন।
১৭০ রানের লক্ষ্যে বরিশালের শুরুটা মোটেও ভালো ছিল না। ওপেনার প্রীতম কুমার দ্রুতই ৯ বলে ৩ রান করে বিদায় নেন। তবে তামিম ইকবাল দৃঢ়তার পরিচয় দিয়ে ইনিংস গড়েন। তাকে সঙ্গ দেন কাইল মেয়ার্স, যিনি ১১ বলে ২৪ রান করেন। তাওহিদ হৃদয় আজও ব্যর্থ হয়ে ১৪ বলে ১৩ রানে থামেন। তবে মুশফিকুর রহিমের সঙ্গে ৭৬ রানের অপরাজিত জুটি গড়ে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। মুশফিক অপরাজিত থাকেন ৩৪ রানে।
এর আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনিং জুটিতে জিশান ও হারিস ৩০ রান যোগ করেন। হারিস ২২ রান করে বিদায় নিলেও জিশান ৩৮ রানের ইনিংস খেলেন। ইয়াসির আলি ২৩ বলে ৩৭ রান করেন। তবে অধিনায়ক বিজয়ের ধীরগতির ৩৯ রানের ইনিংস বড় স্কোরের পথে বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ১৬৮ রান করেই সন্তুষ্ট থাকতে হয় রাজশাহীকে।
তামিমের ফিফটিতে বরিশাল এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, যা টুর্নামেন্টে তাদের পরবর্তী ম্যাচগুলোতে অনুপ্রেরণা যোগাবে।