ফুটবল এখন আর শুধুমাত্র খেলা নয়; এটি বিশ্লেষণ ও প্রযুক্তির সমন্বয়ে আরও গতিশীল হয়ে উঠেছে। তবে এতদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্থায়ী পারফরম্যান্স এনালিস্ট নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে ছিল। অবশেষে ২০২৫ সালে এসে এই ঘাটতি পূরণ করেছে বাফুফে।
স্থায়ী পারফরম্যান্স এনালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও অভিজ্ঞ এনালিস্ট নাসিফ ইসলাম। তিনি আগামী এক বছর জাতীয় পুরুষ ও নারী দলের সঙ্গে কাজ করবেন। এর আগে নাসিফ খণ্ডকালীন ভিত্তিতে দুইবার বাফুফের হয়ে কাজ করেছেন। অনূর্ধ্ব-২৩ দলের পারফরম্যান্স এনালিস্ট হিসেবে কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া তিনি সাইফ স্পোর্টিং ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবেও এনালিস্ট হিসেবে কাজ করেছেন।
কিছুদিন ক্লাব পর্যায়ে কাজ না করলেও এবার বাফুফের ট্যাকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর অধীনে নতুন দায়িত্ব পেলেন নাসিফ। তার প্রোফাইল এএফসি-বি লাইসেন্স কোচিং ডিগ্রি এবং ভিডিও অ্যানালিস্ট হিসেবে উন্নত দক্ষতার প্রমাণ বহন করে।
এই নিয়োগ শুধু ফুটবল উন্নয়নেরই নয়, বরং মাঠের খেলার বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে বাংলাদেশের এক নতুন দিক উন্মোচন করবে। বাফুফের এই উদ্যোগ জাতীয় দলের পারফরম্যান্সকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।