নেপালের ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগ শুরু হতে যাচ্ছে ১৭ জানুয়ারি। এই প্রথমবারের মতো এই লিগে অংশ নিচ্ছেন বাংলাদেশের ছয়জন কাবাডি খেলোয়াড়। তাদের মধ্যে চারজন রবিবার নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাকি দুইজন আগামী ১২ জানুয়ারি লিগে যোগ দেবেন।
কাঠমান্ডু মেভারিকসের হয়ে খেলবেন মিজানুর রহমান, ধানগাদি ওয়াইল্ড-কেটসের খেলোয়াড় হিসেবে থাকছেন ইয়াসিন আরাফাত, এবং পোখরা লেকার্সে প্রতিনিধিত্ব করবেন মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া। অন্যদিকে, হিমালয়ান রাইডার্সের হয়ে খেলতে ১২ জানুয়ারি যাবেন শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন।
ভারতের প্রো-কাবাডি লিগের বাইরে এই প্রথমবার বাংলাদেশের খেলোয়াড়রা নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন। যদিও তাদের পারিশ্রমিক নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা নেই। খেলোয়াড় রোমান হোসেন জানান, পারিশ্রমিক বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদেশি খেলোয়াড়দের জন্য একটি নির্ধারিত সম্মানী বরাদ্দ থাকবে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তুহিন তরফদার বলেন, “এটি নতুন খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। ম্যাচ খেলে তারা অনেক কিছু শিখতে পারবে এবং মানসিকভাবে শক্তিশালী হবে।”
নেপালের এই লিগ বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করার নতুন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।