২০২৪-২৫ মৌসুমে ছন্দ হারানোর পর নতুন বছরে কোপা দেল রে-তে বড় জয় পেয়েছে বার্সেলোনা। তারা ৪-০ গোলে বারবাস্ত্রোকে পরাজিত করেছে। রবার্ট লেভান্ডফস্কির দুটি গোল এবং এরিক গার্সিয়া ও পাবলো তোরের গোল এবং অ্যাসিস্টে বার্সা জয় নিশ্চিত করেছে। এই জয় দিয়ে তারা কোপা দেল রে-র শেষ ষোলোতে পৌঁছেছে। এছাড়া, আন্দ্রে টের স্টেগানের ইনজুরিতে ক্লাবে যোগ দেওয়া ভয়চেক সেজনিরও অভিষেক হয়।