পটুয়াখালীর বলইকাঠি গ্রামে পারিবারিক কলহের জেরে নূরজাহান বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেন তাঁর স্বামী নূর মোহাম্মদ হাওলাদার (৫০)। হত্যার পর গত শনিবার রাতে তিনি সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
নিহতের ছেলে বেলাল হাওলাদার জানান, টাকার জন্য মা-বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতে চিৎকার শুনে ঘুম থেকে উঠে মাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নূর মোহাম্মদ হত্যার দায় স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।