জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান চার মাসের পরিচয়ের পর গত শনিবার পারিবারিকভাবে বিয়ে করেছেন রোজা আহমেদকে। বিয়ের পর থেকেই তাঁদের নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে আলোচনা।
তাহসান জানান, চার মাস আগে রোজার সঙ্গে পরিচয় হয় তাঁর। দুজনেই একে অপরের প্রতি ভালোবাসার কথা জানালে পারিবারিকভাবে তাঁদের বিয়ের সিদ্ধান্ত হয়। ঢাকাতেই সেরে ফেলেন বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের পর জানা যায়, রোজা ঢাকায় ব্রাইডাল মেকআপের ওপর দুই দিনের প্রশিক্ষণ নেবেন। এরপর তাঁরা আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।
বিয়েতে তাঁরা নিজেদের পছন্দের পোশাক পরেন। পরবর্তী আনুষ্ঠানিকতা দেশের বাইরে আয়োজন করা হতে পারে বলে তাঁদের পরিবার জানিয়েছে।
তাহসান-রোজার এই নতুন জীবন শুরুর খবর তাঁদের ভক্তদের মধ্যে আনন্দের ঝড় তুলেছে। তাঁদের শুভকামনায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম।