দেশের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ঘন কুয়াশার কারণে ফেরি সার্ভিস সাময়িক বন্ধ রাখা হয়েছে। বর্তমানে নদীর মাঝে তিনটি ফেরি—খান জাহান আলী, বিরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং বৈগর আটকা পড়ে রয়েছে, আর ৩০০টিরও বেশি যানবাহন, বিশেষত মালবাহী ট্রাক, চারটি ফেরি ঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ জলপথ পরিবহন কর্পোরেশনের (BIWTC) উপ-মহাব্যবস্থাপক নাসির চৌধুরী জানান, রাত ১১:৩০ নাগাদ কুয়াশা এত ঘনীভূত হয়ে ওঠে যে, ফেরি চলাচল বিপজ্জনক হয়ে পড়ে, তাই সেবাটি বন্ধ রাখতে হয়। রাত ১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে হাজারো যাত্রী ও যানবাহন আটকে পড়েছে।