বিশ্বকাপজয়ী লিওনেল মেসি এবার মাঠের বাইরের এক বিরল সম্মানে ভূষিত হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার প্রদান করবেন। শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় লিও মেসি ফাউন্ডেশন ও ইউনিসেফের মাধ্যমে অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে মেসি এই সম্মান পাচ্ছেন।
আগামী ২০ জানুয়ারির আগে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন মেসিসহ ১৯ জনকে এই সম্মানে ভূষিত করবেন। মেসির মানবিক কাজ ও মার্কিন ক্রীড়াঙ্গনে তার ইতিবাচক প্রভাবই এই পুরস্কারের পেছনে বড় কারণ।