রহমতগঞ্জের ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটেং একাই ঢাকার ওয়ান্ডারার্সের বিপক্ষে করলেন ৬ গোল। মুন্সিগঞ্জের স্টেডিয়ামে বোয়েটেংয়ের ডাবল হ্যাটট্রিকে রহমতগঞ্জ জিতেছে ৬-১ ব্যবধানে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেড় যুগ পর কেউ করল ডাবল হ্যাটট্রিক। এর আগে ২০০৯ সালে নাইজেরিয়ান নোয়ান চাওয়া পল করেছিলেন এই কীর্তি।
৬ ম্যাচে ১০ গোল নিয়ে লিগের শীর্ষ স্কোরার বোয়েটেং জানান দিলেন নিজের ফর্মের। তার দুর্দান্ত পারফরম্যান্সে রহমতগঞ্জ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো।