ভারতীয় ক্রিকেটে ঝড়ের আভাস! টেস্টের ব্যাট হাতে আর অধিনায়কত্বে ক্রমাগত ব্যর্থতায় আলোচনার কেন্দ্রে থাকা রোহিত শর্মাকে সিডনি টেস্টে বাদ দেওয়া হয়েছে। তবে কি ক্যারিয়ারের সূর্য অস্তমিত হওয়ার পথে?
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে দলকে নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরাহ। ভারতীয় কোচ গৌতম গম্ভীর সংবাদ সম্মেলনে এসে রোহিতের অবস্থা নিয়ে সবার সন্দেহ আরও বাড়িয়ে দেন। উইকেট পর্যবেক্ষণের কথা বলে প্রথম একাদশে রোহিতের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিত কিছু বলেননি তিনি।
তিন টেস্ট মিলিয়ে মাত্র ৩১ রান করা রোহিত কি পার্থ টেস্টেই নিজের শেষ অধ্যায় লিখে ফেলেছিলেন? নাকি সিডনির আকাশে নতুন সূর্যের খোঁজে ভারতীয় দল তাকে পিছিয়ে রেখেছে?
ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—সিডনি টেস্টের পর ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস শুরু হবে, নাকি রোহিতের শেষ অধ্যায় আরও কিছুদিন টিকবে?