মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। ২ জানুয়ারি দিবাগত রাতে নিমতলা এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের মিনিবাস সজোরে ধাক্কা দিলে বাসের হেলপার মো. জীবন (৪৪) এবং যাত্রী মো. রায়হান (২৭) নিহত হন। পরে, ৩ জানুয়ারি ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনায় আরও ২ জন নিহত হন, তবে তাদের পরিচয় জানা যায়নি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এটি এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনার মধ্যে অন্যতম।