ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে দুর্ঘটনা। গত ডিসেম্বরে মুন্সিগঞ্জ অংশে ৮ জনের মৃত্যু এবং ২০টির বেশি যানবাহন দুমড়েমুচড়ে যায়। এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, ওভারটেকিং এবং অসচেতন চালকদের কর্মকাণ্ড। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ২০২৪ সালে মুন্সিগঞ্জে ৪৬টি দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছে। চালকদের দাবি, কুয়াশা ও নতুন চালকদের অসচেতনতাও দুর্ঘটনার জন্য দায়ী। তবে বিশেষজ্ঞরা মনে করেন, নিয়ন্ত্রিত গতি ও চালকের সচেতনতা বাড়ানো প্রয়োজন। আইন প্রয়োগের পাশাপাশি জনগণের সচেতনতা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।