ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল আবারও ক্যাম্পে ফিরছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। পরদিন, ৭ এপ্রিল থেকে শুরু হবে তাদের আনুষ্ঠানিক অনুশীলন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে ৫৫ জন নারী ফুটবলারের কাছে ক্ষুদেবার্তার মাধ্যমে ক্যাম্পে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
বাফুফের সভাপতি তাবিথ আউয়াল আগেই ঘোষণা দিয়েছিলেন যে বিদ্রোহী ১৮ জন ফুটবলারের পাশাপাশি সবাইকে ক্যাম্পে ডাকা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ বিদ্রোহী খেলোয়াড়দেরও ক্যাম্পে ফেরার বার্তা দেওয়া হয়েছে।
সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে জাতীয় দলের খেলোয়াড় মাসুরা পারভীন জানিয়েছেন, বাফুফের পক্ষ থেকে তাদের ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে এবং তারা ফিরছেন। ঈদের পর মাসুরা পারভীন ও গোলরক্ষক রূপনা চাকমার ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার পরিকল্পনাও রয়েছে। মাসুরা জানিয়েছেন, ক্লাবের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং ঈদের পরই তারা সেখানে যোগ দেবেন।
বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ৬ এপ্রিল কোচ পিটার বাটলারও ছুটি শেষে ফিরবেন এবং ৭ এপ্রিল থেকে অনূর্ধ্ব-২০ ও সিনিয়র দলের অনুশীলন শুরু হবে। সামনে জুনে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ এবং জুলাইয়ে রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্ব।
জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগেই সিনিয়র খেলোয়াড়রা বিদ্রোহের ইতি টানার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৭ এপ্রিল থেকে অনুশীলনে যোগ দিয়ে সাবিনা-মাসুরাদের নতুন যাত্রা শুরু করার কথা রয়েছে, যা নারী ফুটবল দলের সাম্প্রতিক সংকটের অবসান ঘটাতে পারে।