ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর মানেই নিয়মের নতুন সংযোজন। এবারও তার ব্যতিক্রম হয়নি। অষ্টাদশ আসর শুরুর আগে বিসিসিআই ক্রিকেটারদের শাস্তি সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের জন্য ডিমেরিট পয়েন্ট এবং শাস্তির মেয়াদ পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আগে থেকে কিছুটা স্বস্তিদায়ক হলেও শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধির ভিত্তিতে এই নিয়ম প্রণয়ন করা হলেও বিসিসিআই এতে কিছু নতুন দিক যুক্ত করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, ডিমেরিট পয়েন্ট পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকলেও আইপিএলে তা তিন বছর বা ৩৬ মাসের জন্য গণনা করা হবে। নতুন নিয়ম অনুসারে, কোনো ক্রিকেটার ৭টি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন। পয়েন্ট সংখ্যা ৮-১১ হলে দুই ম্যাচ, ১২-১৫ হলে তিন ম্যাচ এবং ১৬ বা তার বেশি হলে পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এ ছাড়া লেভেল-১ অপরাধের জন্য ১ ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা নির্ধারণ করা হয়েছে। লেভেল-২ লঙ্ঘনে ৩-৪ পয়েন্ট, লেভেল-৩ এর জন্য ৫-৬ পয়েন্ট এবং লেভেল-৪ লঙ্ঘনে ৭-৮ ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। শাস্তির সময়সীমা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ম্যাচ রেফারি বা নির্ধারিত অফিসিয়াল।
সম্প্রতি অনুষ্ঠিত ‘ক্যাপ্টেন্স মিট’-এ এসব নিয়ম অনুমোদন দেওয়া হয় এবং দলগুলোর অধিনায়কদের জানিয়ে দেওয়া হয়েছে। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। নতুন এই নিয়ম মাঠের পারফরম্যান্সে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।