লাতিন আমেরিকান ফুটবলে উত্তেজনা, শারীরিক সংঘর্ষ আর প্রতিদ্বন্দ্বিতা যেন চিরচেনা চিত্র। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এমনই এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। ম্যাচজুড়ে স্লেজিং, হাতাহাতি ও লাল কার্ডের নাটকীয়তা থাকলেও শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। তরুণ ফরোয়ার্ড থিয়েগো আলমাদার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল।
উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহ্যবাহী সেন্টেনারিও স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। তবে প্রথমার্ধে কোনো দলই উল্লেখযোগ্য আক্রমণ তৈরি করতে পারেনি। তবে বিরতির আগে এনজো ফার্নান্দেজ ও উরুগুয়ের মাথিয়াস অলিভেরার কথার লড়াই থেকে হাতাহাতির সৃষ্টি হয়, যেখানে দুই দলের আরও কয়েকজন খেলোয়াড় জড়িয়ে পড়েন।
দ্বিতীয়ার্ধেই মূলত ম্যাচের উত্তেজনা বাড়তে থাকে। ৬৮তম মিনিটে হুলিয়ান আলভারেজের নিখুঁত পাস থেকে থিয়েগো আলমাদা দুর্দান্ত এক দূরপাল্লার শটে উরুগুইয়ান গোলরক্ষককে পরাস্ত করেন। এরপর প্রতিপক্ষ মরিয়া হয়ে গোল শোধের চেষ্টা চালালেও আর্জেন্টাইন রক্ষণভাগ তা ঠেকিয়ে দেয়।
ম্যাচের শেষদিকে আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেসের লাল কার্ড দেখা ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা। উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে উরুগুইয়ান এক খেলোয়াড়ের মুখে লাথি লাগিয়ে বসেন তিনি। ফলে রেফারি সরাসরি তাকে মাঠ থেকে বের করে দেন। তবে একজন কম নিয়েও ম্যাচের বাকি সময়টা সামলে নেয় আর্জেন্টিনা।
এই জয়ে বাছাইপর্বের শীর্ষস্থান আরও দৃঢ় করল বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে রয়েছে। উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তবে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আগামী বুধবার, যখন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।