আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ ফুটবলার হামজা চৌধুরীর। তার দলে যোগ দেওয়া নিয়ে ইতোমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের অন্য খেলোয়াড়রা।
দলের ফরোয়ার্ড রাকিব হামজার প্রশংসা করে বলেন, “তিনি আমাদের প্রত্যেকের জন্য অনুপ্রেরণা। তার মতো একজন ফুটবলারের সঙ্গে খেলতে পারা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।” তিনি আরও জানান, “আমাদের এখন আরও ভালো খেলতে হবে। ভারত ম্যাচ জিততে হলে গোল করতে হবে, ফরোয়ার্ডদের দায়িত্ব নিতে হবে।”
এদিকে, দলের ডিফেন্ডার ইসা ফয়সাল ভারতের বিপক্ষে ম্যাচকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন। তার মতে, “আমাদের প্রধান লক্ষ্য ভারতকে হারানো। এই ম্যাচটি আমাদের জিততেই হবে।”
ভারতে গিয়ে অনুশীলনের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ফুটবলাররা। বাংলাদেশের আবহাওয়া গরম থাকলেও মেঘালয়ের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা। তবে সৌদি ক্যাম্পে ঠান্ডা পরিবেশে অনুশীলনের অভিজ্ঞতা থাকায় বাংলাদেশ দল এই কন্ডিশনে মানিয়ে নিতে পারবে বলে মনে করছেন তারা।
হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তি কতটা বাড়াতে পারে, সেটি বোঝা যাবে ভারতের বিপক্ষে ম্যাচেই। তবে সতীর্থদের উচ্ছ্বাস ইতিমধ্যেই দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।