আগামীকাল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরে বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটার দল পাননি। তবে নিলামে দল না পেলেও বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের সঙ্গে সম্প্রতি যোগাযোগ করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
তাসকিনকে সরাসরি দলে নেওয়ার প্রস্তাব দেয়নি দলটি। তাদের স্কোয়াডের কয়েকজন পেসার চোটের সমস্যায় রয়েছেন, যার ফলে বিকল্প বোলার খোঁজার প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে তাসকিনকে ব্যাকআপ হিসেবে বিবেচনা করছে লক্ষ্ণৌ।
শুক্রবার এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন। তিনি জানান, “লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমি খেলতে পারব কি না তা জানতে চেয়েছে। তাদের যদি কোনো পেসার ইনজুরির কারণে ছিটকে যায়, তাহলে তারা বিকল্প ভাবতে পারে। যদি শেষ পর্যন্ত সুযোগ আসে, আশা করি এবার আমরা এনওসি (অনাপত্তিপত্র) পাবো।”
এর আগেও বেশ কয়েকবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাসকিনের প্রতি আগ্রহ দেখালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এনওসি দেয়নি। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মনে করছেন এই পেসার। তিনি বলেন, “প্রথমত, তাদের আসলেই বিকল্প দরকার হতে হবে। যদি সুযোগ আসে এবং আমি সুস্থ থাকি, তখন এনওসির প্রসঙ্গ আসবে। বিসিবির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে, যদি কেউ দল পায়, তাহলে এবার এনওসি পেতে সমস্যা হওয়ার কথা নয়।”
শেষ পর্যন্ত লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে দলে নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।