নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগাল হারিয়ে দেয় ডেনমার্ক। এই ম্যাচে পর্তুগাল দলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন নিষ্ক্রিয়, এবং রোনালদোর পছন্দের ‘সিউ’ উদযাপন করেন ডেনমার্কের ফরোয়ার্ড রাসমুস হয়লুন্দ।
পার্কেন স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে ডেনমার্ক ১-০ গোলের জয় পায়। ম্যাচটি চলাকালে, পর্তুগাল বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলরক্ষক দিয়েগো কস্তা বেশ কিছু ভালো সেভ করে দলকে ম্যাচে রেখেছিলেন। তবে, ৭৮ মিনিটে হয়লুন্দের শটেই ডেনমার্কের জয় নিশ্চিত হয়।
এদিন পর্তুগাল একমাত্র সুযোগ তৈরি করেছিল পেদ্রো নেতোর শট থেকে, কিন্তু ডেনিশ গোলরক্ষক কাসপার স্মাইকেল তা ঠেকিয়ে দেন। এরপর ডেনমার্কের রেনাতো ভেইগার পেনাল্টি ডি-বক্সে হ্যান্ডবল করার পর, ক্রিস্মিয়ান এরিকসেনের পেনাল্টি কস্তা রুখে দেন। ম্যাচের শেষের দিকে ডেনমার্কের খেলা আরও ধারালো হয়ে ওঠে এবং তারা শেষ পর্যন্ত জয় পায়।
এই হারের ফলে পর্তুগাল নেশন্স লিগের সেমিফাইনালে যাওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছে। উভয় দল রোববার ফিরতি লেগে আবার মুখোমুখি হবে, এবং ম্যাচটি পর্তুগালের মাঠে অনুষ্ঠিত হবে।