পাকিস্তান যেন জয়ের পথ ভুলেই গেছে। সাম্প্রতিক সময়ে একের পর এক হার তাদের ক্রিকেটকে সংকটে ফেলে দিয়েছে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জেতার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও পরাজিত হয়েছে দলটি। এমন দুর্বল পারফরম্যান্সের জন্য দল পরিচালনা কমিটিকে দায়ী করেছেন সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।
নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে মাত্র ৯১ রানে অলআউট হয় পাকিস্তান, যেখানে কিউইরা ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও পাকিস্তানের পারফরম্যান্সে কোনো উন্নতি দেখা যায়নি। বিশেষ করে অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে নতুনদের দলে নেওয়ায় সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই দল নির্বাচনের কড়া সমালোচনা করেছেন আফ্রিদি। তার মতে, “মাত্র ১০-১১ ম্যাচ খেলা অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে সফরে পাঠানো হয়েছে। যেখানে স্পিনার প্রয়োজন ছিল, সেখানে পেসারদের প্রাধান্য দেওয়া হয়েছে।”
এছাড়া পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের পরিকল্পনাও ভালোভাবে নেননি আফ্রিদি। তিনি বলেন, “জাতীয় দলের ক্রিকেটারদের এই পর্যায়ে এসে ব্যাটিংয়ের মৌলিক বিষয় শেখানো উচিত নয়।”
তবে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, “সব খেলোয়াড়েরই মাঝে মাঝে বিশ্রাম দরকার, সেটা বাবর আজম হোক বা অন্য কেউ।”
পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দেশটির ক্রিকেটপ্রেমীরা উদ্বিগ্ন। দলটির ব্যর্থতার ধারা কাটিয়ে উঠতে কেমন পরিবর্তন আনা হয়, সেটাই এখন দেখার বিষয়।