গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল বিক্ষুব্ধ ছাত্রদের দ্বারা। বর্তমানে, বাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এক মাস পর, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সেই স্থানে গিয়ে একটি ছবি তোলেন এবং তা নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।”
ন্যান্সি তার অনুভূতি আরও প্রকাশ করে লেখেন, “আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।” তিনি এক সাক্ষাৎকারে বলেন, এবারের ঈদ তার জন্য বিশেষ আনন্দ নিয়ে এসেছে, কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে তিনি নতুনভাবে কাজ করতে পারছেন এবং মামলা বা হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছেন।
এটি ন্যান্সির আওয়ামী লীগ সম্পর্কে ক্ষোভের প্রকাশ, যা আগে থেকেই লক্ষ্য করা গেছে। ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে ছবি তোলার মধ্য দিয়ে তিনি তার প্রতিবাদ আবারও তুলে ধরেছেন।