বাংলাদেশ ফুটবলে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশ দলের জার্সিতে খেলার অপেক্ষায়। সেই লক্ষ্যে আজ প্রথমবার কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলনে অংশ নিয়েছেন তিনি।
হামজার অনুশীলনকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়। নির্দিষ্ট কিছু ক্লাব ও সংস্থার প্রতিনিধিদের জন্য আমন্ত্রিত টিকিটের ব্যবস্থাও করা হয়, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে।
তবে গণমাধ্যমের জন্য অনুশীলন পুরোপুরি উন্মুক্ত রাখা হয়নি। হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম ১৫ মিনিট মিডিয়াকে পর্যবেক্ষণের সুযোগ দেন, যেখানে হামজাকে সাধারণ ফিটনেস অনুশীলন ও বল পাসিং করতে দেখা যায়। এরপর কোচ মূল কৌশলগত অনুশীলনে মনোযোগ দেন।
দলে নতুন যোগ দিলেও হামজাকে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে। সতীর্থদের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। অনুশীলন চলাকালীন দর্শকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস ছিল। অনেকে হামজার নামে স্লোগান দিয়েছেন, আবার কেউ কেউ জাতীয় দলে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন।
আগামীকাল সকালেই বাংলাদেশ দল কলকাতা হয়ে শিলংয়ের উদ্দেশে যাত্রা করবে। সেখানে ২৫ মার্চের ম্যাচের আগে কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবে তারা। হামজার অন্তর্ভুক্তি দলকে কতটা শক্তিশালী করবে, সেটাই এখন দেখার বিষয়।