অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে এক হৃদয়বিদারক ঘটনায় মাঠেই মৃত্যুবরণ করেছেন পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার জুনাইদ জাফর খান। কনকর্ডিয়া কলেজ ওভালে অনুষ্ঠিত একটি ম্যাচে এই ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, তীব্র গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হন ৪০ বছর বয়সী জুনাইদ। খেলা চলাকালীন তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। ফিল্ডিং করার পর ব্যাট করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঠে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জুনাইদ এক সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহের মধ্যে খেলার সময় অসুস্থ হয়ে পড়েন। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা চালানো নিষিদ্ধ। তবে সেই নিয়ম না মানার অভিযোগ উঠেছে।
২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন এবং তার ফাঁকেই ক্রিকেট খেলতেন। জুনাইদের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার ক্লাব, ওল্ড কলেজিয়ান্স। তারা তার পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।