বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নজির গড়লেন মুস্তাকিম হাওলাদার। দশম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ঢাকা বিভাগের গ্রুপ পর্বের এক ম্যাচে তিনি একাই ৪০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন। স্বীকৃত ক্রিকেটে দেশের হয়ে এমন কীর্তি আর কেউ গড়তে পারেননি।
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হয়ে ব্যাট করতে নেমে মুস্তাকিম মাত্র ১৭০ বলে ৫০টি চার ও ২২টি ছক্কার সাহায্যে এই অসাধারণ ইনিংসটি খেলেন। তার ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ক্যামব্রিয়ান স্কুল ৭৭০ রান সংগ্রহ করে, যা স্কুল ক্রিকেটের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ সংগ্রহ।
অন্যদিকে, দলের আরেক ব্যাটার সোয়াদ পারভেজও দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ২৫৬ রানের ঝলমলে ইনিংস খেলেন এবং মুস্তাকিমের সঙ্গে মিলে গড়েন ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি।
এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট গ্রেগরী হাই স্কুল মাত্র ৩২ রানে গুটিয়ে যায়। ফলে ক্যামব্রিয়ান স্কুল ৭৩৮ রানের বিশাল জয় তুলে নেয়, যা স্কুল ক্রিকেটে রানের দিক থেকে সবচেয়ে বড় ব্যবধানে জয়।
বল হাতে ক্যামব্রিয়ান স্কুলের হাসান হৃদয় ১১ রান খরচায় ৬ উইকেট দখল করেন, আর সোয়াদ পারভেজ ব্যাটিংয়ের পাশাপাশি ৪টি উইকেট শিকার করেন।
এই ম্যাচের মধ্য দিয়ে মুস্তাকিম হাওলাদার নিজের নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিয়ে ফেললেন।