বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টায় তিনি টিম হোটেলে পৌঁছান, যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল তাকে স্বাগত জানান। এ সময় জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সিলেট থেকে বিমানে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে হামজাকে দেখতে ভিড় করেন অসংখ্য ভক্ত। সেখানে অনুরাগীদের সঙ্গে ছবি তোলার পর তিনি টিম হোটেলে যান। প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দেওয়া হামজাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে সাধারণ মানুষের মাঝে।
হামজার বাংলাদেশ দলে খেলার স্বপ্ন দীর্ঘদিনের। অবশেষে ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামার লক্ষ্যে তিনি দলের সঙ্গে প্রস্তুতি নিতে এসেছেন। তাকে ঘিরে উত্তেজনার ঝড় বইছে ফুটবলপ্রেমীদের মাঝে। সিলেট ও হবিগঞ্জে হামজাকে ঘিরে ফুটবলপ্রেমীদের ব্যাপক সাড়া দেখা গেছে, যা তিনিও উপভোগ করেছেন।
তার জার্সি নম্বর নিয়ে চলা আলোচনার অবসান ঘটিয়ে হামজা নিজেই জানিয়েছেন, তিনি ৮ নম্বর জার্সি পরবেন। এছাড়া দলের হয়ে মূলত মিডফিল্ডার হিসেবে খেলতে চান তিনি। এত ভালোবাসা ও প্রত্যাশার চাপ কি অনুভব করছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মোটেও চাপ লাগছে না, বরং এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।”
যারা তাকে এবার সরাসরি দেখতে পারেননি, তাদের জন্যও সুখবর দিয়েছেন হামজা। তিনি জানিয়েছেন, “আমি আবার জুনে বাংলাদেশে আসব, তখন সবাইকে আবার দেখার সুযোগ হবে।”
জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে নতুন আশার আলো জ্বালিয়েছে। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ভারতের বিপক্ষে ম্যাচে তিনি কীভাবে পারফর্ম করেন।