বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন দুই কিশোর ক্রিকেটার—মুস্তাকিম হাওলাদার ও সাদ পারভেজ। স্কুল ক্রিকেটে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে নতুন দিগন্ত উন্মোচন করেছেন তারা। বিশেষ করে, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মুস্তাকিম হাওলাদার সেন্ট গ্রেগরিস স্কুলের বিপক্ষে এক ইনিংসে ৪০৪ রান করে সবাইকে চমকে দিয়েছেন।
শুধু মুস্তাকিম নন, তার সতীর্থ সাদ পারভেজও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ২৫৬ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি বল হাতে ৪ উইকেটও নিয়েছেন তিনি। এই দুই তরুণের অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস।
নিজের ফেসবুক স্ট্যাটাসে লিটন এই দুই ক্রিকেটারের প্রশংসা করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, “মুস্তাকিমের ৪০৪ রান এবং সাদের ২৫৬ রান + ৪ উইকেট দেখে সত্যিই আনন্দিত। তাদের সাফল্য আমাদের ভবিষ্যতের ক্রিকেট নিয়ে আশাবাদী করে তুলছে। সাদ বলেছেন, আমার ব্যাটিং তার ভালো লাগে, এটা জেনে খুব ভালো লাগছে। তাই ভালোবাসার নিদর্শন হিসেবে আমি মুস্তাকিম ও সাদকে দুটি জোড়া গ্লাভস উপহার দেব। আশা করি, এটি তাদের আরও অনুপ্রাণিত করবে এবং তারা সামনে আরও ভালো করবে।”
এদিকে, লিটন বর্তমানে ব্যস্ত আছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তিনি। পাশাপাশি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার, যদি অনাপত্তিপত্র (এনওসি) পান।
জাতীয় দলের তারকা ক্রিকেটারের কাছ থেকে এমন উপহার ও প্রশংসা পাওয়া নিঃসন্দেহে তরুণ এই দুই প্রতিভাবান ক্রিকেটারের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। তাদের সাফল্য ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা জাগাচ্ছে।