২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালের ৯ মাস পরও বিতর্ক থামছে না। কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ দাবি করেছেন, ফাইনালে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, যা তাদের শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।
সেই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল হজম করে শিরোপা হাতছাড়া করে কলম্বিয়া। স্প্যানিশ সাংবাদিক এদু আগুইয়েরের সঙ্গে এক সাক্ষাৎকারে হামেস বলেন, “আমরা দুর্দান্ত খেলেছিলাম, ফাইনালের খুব কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে ছিল না।”
হামেসের অভিযোগ, ম্যাচের রেফারিং পক্ষপাতদুষ্ট ছিল। তিনি বলেন, “দুটি স্পষ্ট পেনাল্টি আমাদের দেওয়া হয়নি। বিশেষ করে একটি সিদ্ধান্ত ছিল একেবারেই স্পষ্ট, কিন্তু ভিএআরের রেকর্ডিংও তখন দেখানো হয়নি। এটা কিছুটা অদ্ভুত ছিল।”
শুধু ফাইনালেই নয়, পুরো টুর্নামেন্টজুড়েই আর্জেন্টিনাকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ দেওয়া হয়েছিল বলে মনে করেন হামেস। “আমাদের পড়তে হয়েছিল কঠিন দলের গ্রুপে, যেখানে ব্রাজিল ও উরুগুয়ের মতো দল ছিল। অন্যদিকে, আর্জেন্টিনার জন্য তুলনামূলক সহজ পথ রাখা হয়েছিল,” যোগ করেন তিনি।
তবে এসব বিতর্কের পরও হামেস আর্জেন্টিনার দক্ষতাকে খাটো করেননি। “আমি বলছি না যে তারা জয়ের যোগ্য ছিল না। তবে কিছু বিষয় আমাদের পক্ষে থাকলে হয়তো ফল অন্যরকম হতে পারত,” বলেন তিনি।
কোপা আমেরিকার সেই ফাইনালের পরও আর্জেন্টিনা তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। তবে হামেসের মন্তব্য নতুন করে সেই ম্যাচ নিয়ে আলোচনা উসকে দিয়েছে।