শ্রীলংকার কলোম্বো শহরে চলছে বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা বাছাইয়ের শেষ রাউন্ড। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, অষ্টম রাউন্ড শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন। আগামী রাউন্ডে তিনি ড্র করলে এবং শ্রীলংকার দাবাড়ু জিতলে তাদের পয়েন্ট সমান হবে। তবে ওয়াদিফার গড় রেটিং বেশি হওয়ায় তিনি নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন।
পুরুষ বিভাগে বাংলাদেশের দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন সাড়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে কোনো এক দাবাড়ুর ড্র বা জয় প্রয়োজন। নীড়ের গড় রেটিং বেশি হওয়ায় তিনি চ্যাম্পিয়ন হলে বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন, তবে ইমন আন্তর্জাতিক মাস্টার টাইটেল পাবেন।
শেষ রাউন্ডে নীড়ের প্রতিপক্ষ শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার দিলশান, আর ইমনের প্রতিপক্ষ ফাহাদ। যদি নীড় হারেন এবং ইমন হেরে যান, তাহলে দিলশান এককভাবে শীর্ষে উঠে বিশ্বকাপে সুযোগ পাবেন।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের দাবাড়ুদের মধ্যে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস রয়েছে।