বাংলাদেশি দৌড়বিদ আল আমিন মিয়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ম্যারাথন ২০২৫-এ অংশগ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দৌড় শেষ করেছেন। এটি ছিল লস অ্যাঞ্জেলেস ম্যারাথনের ৪০তম আসর।
‘রান ফর বাংলাদেশ’ স্লোগান নিয়ে তিনি বাংলাদেশের পতাকা হাতে অংশগ্রহণ করেন এবং শেষ পর্যন্ত ম্যারাথনটি সফলভাবে শেষ করতে পেরে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেন। আল আমিন জানান, যুক্তরাষ্ট্রে ম্যারাথনে অংশ নেয়া ছিল তার জীবনের একটি বড় স্বপ্ন এবং তা পূর্ণ করতে পারায় তিনি খুবই আনন্দিত।
তিনি তার প্রশংসা করেন স্পন্সর ব্যাপারী এন্টারপ্রাইজ ও একটিভ পালসকে, যারা তাকে সমর্থন দিয়েছেন। এর আগে আল আমিন ব্রাইটন ম্যারাথন ২০২৪, সিডনি ম্যারাথন ২০২৪ এবং টাটা মুম্বাই ম্যারাথন ২০২৩ সহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন।