বুলগেরিয়ার ফুটবলে ঘটেছে এক বিরল ঘটনা। সাবেক এক খেলোয়াড়কে মৃত ভেবে তার প্রতি শ্রদ্ধা জানাতে মাঠে নেমে এক মিনিট নীরবতা পালন করেছিলো শীর্ষ লিগের দল আরদা কারজালির ফুটবলাররা। কিন্তু পরে জানা যায়, সেই খেলোয়াড় এখনও জীবিত। এ ঘটনায় ক্লাবটি দুঃখ প্রকাশ করেছে।
রোববার লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচের আগে আরদা কারজালি দল তাদের সাবেক খেলোয়াড় পেতকো গানশেভের স্মরণে মাঠে দাঁড়িয়ে মাথা নিচু করে এক মিনিট নীরবতা পালন করে। ক্লাবের কর্মকর্তারা ধারণা করেছিলেন, গানশেভ মারা গেছেন। তবে ম্যাচ চলাকালীনই সত্য প্রকাশ পায়।
খেলা শুরুর কিছুক্ষণ পরেই আরদা কারজালি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে স্বীকার করে যে, তারা ভুল তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছিল। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের সাবেক খেলোয়াড় পেতকো গানশেভের মৃত্যু সম্পর্কে আমরা ভুল তথ্য পেয়েছিলাম। আমরা তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং আশা করি তিনি সুস্থ থাকবেন ও ক্লাবের সাফল্য উপভোগ করবেন।’
উল্লেখযোগ্য এই ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনা সৃষ্টি করেছে ক্লাবের এই ভুল সিদ্ধান্ত।