উরুর চোটের কারণে আগেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। এবার একই পরিণতি হলো লিওনেল মেসির। ফলে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে দেখা যাবে না দুই মহাতারকাকে।
সোমবার আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যে দল ঘোষণা করেছেন, সেখানে মেসির নাম নেই। আগামী ২৬ মার্চ ব্রাজিল এবং ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, তবে এই দুই ম্যাচেই অনুপস্থিত থাকবেন মেসি।
ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় চোট পান তিনি। রোববার আটলান্টা এফসির বিপক্ষে ম্যাচে মাঠে নামলেও অস্বস্তি বোধ করছিলেন, যার ফলে সোমবার তার এমআরআই করানো হয়। পরীক্ষায় তার উরুর ভেতরের মাংসপেশিতে হালকা মাত্রার চোট ধরা পড়ে। চিকিৎসার অগ্রগতির ওপর নির্ভর করবে তিনি কবে ফিরতে পারবেন।
এর আগে তিন ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল মেসিকে, কিন্তু মাঠে ফিরেই নতুন করে চোটের শিকার হলেন তিনি। ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানো বলেছিলেন, তারা মেসিকে অতিরিক্ত পরিশ্রম করাতে চাননি, যাতে চোটের ঝুঁকি না বাড়ে। এখন আর্জেন্টিনার চিকিৎসকরা তার সুস্থতা নিয়ে সিদ্ধান্ত নেবেন।
মেসি ছাড়াও পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভানি লো সেলসো আর্জেন্টিনার স্কোয়াডে নেই। চোটের কারণে ছিটকে গেছেন দিবালা ও মন্তিয়েল, আর কৌশলগত কারণে বাদ পড়েছেন লো সেলসো।
ফুটবলপ্রেমীদের জন্য এটি বড় এক দুঃসংবাদ। নেইমার ও মেসিহীন ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ কতটা জমবে, সেটাই এখন দেখার বিষয়।