জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, একজন করদাতা রেমিট্যান্স হিসেবে ৭৩০ কোটি টাকা দেশে এনে কর ফাঁকি দিয়েছেন। তিনি প্রবাসীদের করমুক্ত সুবিধার সুযোগ নিয়ে এই অর্থ দেশে এনেছেন।
সোমবার (১৭ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও গণমাধ্যমের সঙ্গে বিসিএস কর ক্যাডারদের মতবিনিময় সভায় তিনি এই তথ্য দেন।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, প্রবাসী কর্মীদের উৎসাহিত করার জন্য সরকার তাদের আয়কে ট্যাক্স ফ্রি করে দিয়েছে, যাতে তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠায়। তবে, কিছু লোক এই সুযোগের অপব্যবহার করছেন।
তিনি উল্লেখ করেন, এক করদাতা ৭৩০ কোটি টাকা দেশে এনে দাবি করেছেন যে এটি তার ওয়েজ আর্নার্স ইনকাম এবং ট্যাক্স ফ্রি। এমনভাবে ফাঁকি দেওয়া হচ্ছে, যা আইনের উদ্দেশ্যকেই ভূলুণ্ঠিত করছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স রিটার্ন না দেওয়ার কারণে দেশীয় কর ব্যবস্থার কার্যক্রমে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং আইন প্রয়োগে আরও মনোযোগী হওয়ার প্রয়োজন।