নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ৯ মাস পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীতে ফিরে আসতে যাচ্ছেন। এই দীর্ঘ সময় ধরে তাঁরা মহাকাশে আটকা পড়েছিলেন। তাদের ফেরানোর জন্য ১৬ মার্চ, ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে স্পেসএক্সের ‘ক্রু-১০’ মিশন পাঠানো হয়।
এই মিশনে চার নভোচারীকে আইএসএসে পাঠানো হয়েছে, যার মধ্যে নাসার অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়েরস, জাপানি নভোচারী তাকুইয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ রয়েছেন। সুনিতা ও বুচ এক বছর আগে আইএসএসে আসার পর স্টারলাইনার মহাকাশযানের ত্রুটির কারণে আটকা পড়েন।
এক সংবাদ সম্মেলনে সুনিতা বলেন, “মহাকাশের প্রতিটি মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে কঠিন বিষয় ছিল, কখন আমরা ফিরে যাব, সেটা জানার অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাই ছিল সবচেয়ে কঠিন পরিস্থিতি।”
এখন, নতুন নভোচারীদের প্রশিক্ষণের পর সুনিতা ও বুচ মহাকাশযানে ফিরবেন। আশা করা হচ্ছে, বুধবারের পর তারা ফ্লোরিডা উপকূলে পৌঁছাবেন।