নিজ দেশ পাকিস্তানের ক্রিকেট নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক হয়েও ব্যর্থতার পর নিউজিল্যান্ড সফরেও বাজে শুরু করেছে পাকিস্তান দল। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় পরাজয় দেখেছে তারা।
এই অবনতিশীল পারফরম্যান্সের জন্য দলীয় নীতি, বারবার কোচিং স্টাফ পরিবর্তন এবং ভুল সিদ্ধান্ত গ্রহণকে দায়ী করেছেন ইনজামাম। লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা সঠিক পথে নেই, অনেক ভুল করেছি।” তার মতে, পরিকল্পনার অভাব এবং অস্থিরতার কারণে পাকিস্তান ক্রিকেট ক্রমাগত পিছিয়ে যাচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি কড়া বার্তা দিয়ে ইনজামাম বলেন, “যদি সুস্পষ্ট কৌশল গ্রহণ করা না হয়, তবে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।” বারবার কোচ ও খেলোয়াড় পরিবর্তনের ফলে দলীয় সমন্বয় নষ্ট হচ্ছে, যা পাকিস্তানের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।
২০২৩ সালে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানো ইনজামাম মনে করেন, বোর্ডের উচিত পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়া। তার মতে, “অতিরিক্ত পরিবর্তন খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করে। একজন খেলোয়াড় বা অধিনায়ক হিসেবে আমি জানি, স্থিতিশীলতা ছাড়া ভালো পারফরম্যান্স সম্ভব নয়।”
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে বাবর আজমকে বাদ দেওয়ার সিদ্ধান্তও মেনে নিতে পারছেন না তিনি। ইনজামাম সাফ জানিয়ে দেন, “বাবর একজন বিশ্বমানের খেলোয়াড়। খারাপ সময় সব ক্রিকেটারের আসে, কিন্তু শুধুমাত্র তার ওপর দায় চাপানো ঠিক নয়।”
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। তবে সাম্প্রতিক ব্যর্থতার পর দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়।