ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ফ্রান্স ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সম্প্রতি জানিয়েছেন, রাশিয়ার সম্মতি ছাড়াই তারা ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠাবে। তিনি আরও বলেন, ইউক্রেনের ভূখণ্ডে মিত্র বাহিনী থাকলে তা রাশিয়ার অনুমতির ওপর নির্ভর করবে না। ইউক্রেনের পক্ষে সমর্থন জোরদার করতে ফ্রান্সের তরুণদের একত্রিত করার পরিকল্পনাও রয়েছে ম্যাঁক্রোর।
এছাড়া, যুক্তরাজ্য, তুরস্কসহ অন্যান্য ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোও যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। ২৭টি দেশের জেনারেলরা লন্ডনে আসন্ন সভায় সেনা, বিমান ও জাহাজ পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান পাল্টাপাল্টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাশিয়া ১৭৮টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ১৩০টি ড্রোন ইউক্রেনের সেনারা ভূপাতিত করেছে।