প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বড় জয় পেয়েছে আর্সেনাল। লন্ডনের চিরপ্রতিদ্বন্দ্বী চেলসিকে ১-০ গোলে হারিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান শক্তপোক্ত করেছে। এই জয়ের ফলে আর্সেনাল এখনও ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আশা ধরে রেখেছে, যদিও লিভারপুলের সাথে তাদের পয়েন্টের ব্যবধান ১২।
ম্যাচের ২০তম মিনিটে আর্সেনালের ফরোয়ার্ড মিকেল মেরিনোর হেড করা একমাত্র গোলটি চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করে। মার্টিন ওডেগার্ডের কর্নার থেকে বলটি হেড করে জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড। এই জয় আর্সেনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে লিভারপুলের কাছে ১২ পয়েন্ট পিছিয়ে থাকার কারণে শিরোপার স্বপ্ন পূরণের জন্য তাদের আরও কিছুটা কষ্টসাধ্য পথে এগোতে হবে।
এখনো ৯টি ম্যাচ বাকি রয়েছে এবং আর্সেনাল তাদের পরবর্তী ম্যাচে আরো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে।