চলতি মার্চের প্রথম ১৫ দিনে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। গড়ে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছেন ১১ কোটি ৪ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসে প্রতিদিন গড়ে এসেছিল ৬ কোটি ৬৫ লাখ ডলার, আর চলতি বছরের ফেব্রুয়ারিতে এসেছিল ৯ কোটি ২ লাখ ডলার।
ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৫ কোটি ১৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার।